Emotion প্রকাশে Emoji এর কারসাজি: ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ টিপস - TechnicalBD.info


Emotions
Emotions Emoji


Emotion প্রকাশে Emoji এর কারসাজি: ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ টিপস।


আপনার থেকে বয়সে বড় কোনও Senior ভাইয়া কিংবা আপুকে সামনাসামনি কোনও JOB করে দেওয়ার অনুরোধ করার সময় আপনার Faces, কথা বলার ধরণেই প্রকাশ পায় যে আপনি তাকে Request করছেন!

আচ্ছা, Senior কাউকে কাজের Order করা কি ভাল দেখায়? তবে এমন একটি job যেটা senior ভাইয়া বা বোনকে দিয়ে করিয়ে নিতে হবে। তাহলে এই টাইমে কি করবেন? Order না করে job টা করিয়ে নেয়ার আছে কি কোন উপায়? হ্যাঁ, ঠিক এই টেকনিকটি আজকে আপনাদের সাথে Share করতে এই ছোট আর্টিকেলটি লিখছি। এটার জন্য আমরা ব্যবহার করবো Messenger বা WhatsApp সিস্টেম, এখনকার এ ব্যস্ত সময়টায় সামনাসামনির চেয়ে Messenger কিংবা WhatsApp চ্যাটিং বা মেসেজিং এর মাধ্যমেই কথা বলা হয় বেশি। তাই, Message কিংবা Text করার সময় emoji কিংবা ইমোটিকনের সঠিক ব্যবহারের মাধ্যমে আপনার  কথা বলার ধরণ, মুখভঙ্গিমার যথার্থভাবে প্রকাশ করতে হবে! তার জন্য পূর্বের কোন Skills এর প্রয়োজন নেই। আপনাকে যা করতে হবে। তা হচ্ছে সামান্য কিছু emoji এর ব্যবহার।


আচ্ছা, শুধু বিস্তারিত লিখলে হবেনা। এবার একটু Example দিয়ে বুঝায়।

মনে করুণ, আপনি আপনার Big Brother বা Sister কে দিয়ে একটি Job করিয়ে নিতে চাচ্ছেন।

এখন যদি job টা করার জন্য Senior কে ঠিক এভাবে বলেনঃ



“ভাইয়া,  কাজটা একটু করে দেবেন?”


ঠিক এই বাক্যটি Senior দের জন্য ভাল দেখাচ্ছে না। হয়তো তিনি Negative ভাবনা নিয়ে আসতে পারে।


আচ্ছা, যদি এই একই Sentence কে আমি আবার লিখি!


“ভাইয়া, কাজটা একটু করে দেবেন? 😃”


এই Sentence টা একটু লক্ষ্য করে দেখুন, দুটি একই Sentence হলেও দুটি বাক্যের মজা আলাদা।


Sentence দুটিতে পার্থক্য কেবল একটা Emoji ! প্রথম Sentence টিকে পড়ার সময় কারও কারও সেটাকে order বলে মনে হতেই পারে! অথচ ওই একটা Emoji দ্বিতীয় Sentence  টাকে অনুরোধে বদলে দিয়েছে!