About Us

আসসালামু আলাইকুম। 

www.TechnicalBD.info -তে আপনাকে স্বাগতম। 

CEO and Founder of www.TechnicalBD.info

CEO and Founder of www.TechnicalBD.info



I am MD Thouhidul Islam (CEO and Founder of www.TechnicalBD.info)


আমি বর্তমানে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ালেখা চালিয়ে যাচ্ছি। আমি টেকনোলজিকে খুবই ভালোবাসি। তাই পড়াশোনার পাশাপাশি টেকনোলজির ব্যবহার জানার জন্য অনলাইনের বিভিন্ন সেক্টরে  আইটি নিয়ে কাজ করি, নিজে শিখি এবং অন্যদের শিক্ষা দিয়ে থাকি।


মানুষকে সাহায্য করাটা আমার খুবই পছন্দের একটি চাকরি। তাই ভাবলাম যদি মানুষকে সাহায্য করতে চাই তাহলে টেকনোলজি নিয়ে বিভিন্ন বিষয়ে ব্লগ লিখে পাবলিশ করি, যদি আমার এই ওয়েবসাইটের মাধ্যমে একজন ব্যক্তিও টেকনোলজি বিষয়ে সামান্য হলেও কিছু শিখতে পারে তাহলে www.TechnicalBD.info এর উদ্দেশ্য সার্থক।

www.TechnicalBD.info হচ্ছে একটি বাংলা ভাষার টেকনোলজি সম্পর্কিত ব্লগ ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমরা ইলেকট্রনিকস, ইলেক্ট্রিক্যাল, মেকানিকাল, কম্পিউটার এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাংলা ব্লগ প্রকাশিত হয়। আমরা আমাদের ভিজিটরদের জন্য বিভিন্ন টেকনোলজি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরিক্ষা প্রস্তুতি, পলিটেকনিক সংবাদ ও নোটিশ শেয়ার করে থাকি। আমরা মনেকরি, www.TechnicalBD.info আপনাদের টেকনোলজি জীবনের পরিকল্পনা ও গঠনে একটু হলেও সাহায্য করতে সক্ষম। www.TechnicalBD.info থেকে আপনার পছন্দের টেকনোলজি বেছে নিতে নিয়মিত ভিজিট করুণ।

আমার সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য ফলো করতে পারেন নিচের লিঙ্ক গুলো।  www.TechnicalBD.info সম্পর্কে আপনার অভিজ্ঞতা এবং www.TechnicalBD.info সম্পর্কে যদি আপনার কোন ভালো আইডিয়া থাকে তা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না।


আমার দেশ আমার গর্ব। আমার ভাষা আমার অহংকার । বাংলাদেশের প্রতিটি মানুষ টেকনোলজি বিষয়ে আরো জানুক, তাদের জানার পিপাসা আরো বাড়ুক। এই উদ্দেশ্যেই আসলে Diploma-in Engineering Update  যাত্রা শুরু ২০১৮ ইংরেজিতে। ইতিমধ্যে ব্লগটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা ব্লগে পরিণীত হয়েছে আপনাদের সকলের ভালবাসায়। আমরা আসলেই চাচ্ছি একটি সাইট দিয়ে টেকনোলজি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়া যাক। আমাদের মূল উদ্দেশ্য দেশের মানুষের সাহায্য করা। তাদের কাছে আরো সুন্দর ও সহজভাবে টেকনোলজিকে তুলে ধরা।



আমরা আছি সোশিয়াল নেটওয়ার্কেঃ


আপনি যদি চান যখনি কোন পোস্ট ব্লগে পোস্ট হবে তখনি পোস্ট এর খবর ফেসবুকে অথবা টুইটারে বসে বসে পাবেন তাহলে যোগ দিন আমাদের সোশ্যাল নেটওয়ার্কে।

Like করুন “ফেসবুক পেইজ” আর নতুন পোস্ট এর আপডেট নিন ফেসবুকে বসে।

Diploma-in Engineering Update  ফেসবুক পেইজJoin করুন

Diploma-in Engineering Update এর অফিসিয়াল ফেসবুক গ্রুপ

Follow করুন টুইটারে টিউনারপেজ কে।
টিউনারপেজ টুইটার

Diploma-in Engineering Update  কে ভালবাসলে এলেক্সাতে রিভিউ দিন।

ধন্যবাদ।