ডোমেইন নাম ক্রয় করার পদ্ধতি |
ভালো মাস্টার ডোমেইন বা টপ লেভেল ডোমেইন ক্রয় করার পদ্ধতি -
আজকের ব্লগে আমি শেয়ার করবো কিভাবে একটি ভালো ডোমেইন নাম পছন্দ করবেন এবং কিভাবে সফলভাবে ডোমেইন ক্রয় করবেন।
সফল ব্লগার হওয়ার ৫টি গোপন কৌশল জানতে এখানে ভিজিট করুন।
চালুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি ডোমেইন নাম পছন্দ করে নিব।
নিচের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কেন ব্লগারে অ্যাডসেন্স গ্রহণ পাচ্ছেন না।
আপনি আমার দেওয়ার নিচের ছবিগুলো অনুসরণ করুন।
উপরের ছবির মত গুগলে যাবেন এবং সার্চ বক্সে " Business Name Generator " এটা লিখে সার্চ করুণ।
নিচের ছবির মত একাধিক রেজাল্ট দেখতে পাবেন। এখানে থেকে যেকোনো একটা ওয়েবসাইট ভিজিট করুন। আমি Shopify এর ওয়েবসাইট ভিজিট করলাম।
এবার নিচের ছবির মতো দেখতে পাবেন। এখান থেকে "Find a business name" লেখার উপর ক্লিক করুন।
এর পর নিচের ছবির মতো দেখতে পাবেন। এখন খালি বক্সের মধ্যে পছন্দের নাম বা ইংরেজি Character লিখে সার্চ করুন। ঠিক আমি যেভাবে সার্চ করে দেখাচ্ছি।
সার্চ করার পর নিচের মত ফলাফল দেখতে পাবেন।
এবার এখান থেকে আপনার পছন্দের নামটি বাঁচাই করুন। এখানে একাধিক নাম দেখতে পাবেন।
এবার চলুন পরের ধাপে। কিভাবে ডোমেইন ক্রয় করবেন তা জেনে নিই।
ডোমেইন ক্রয় করার জন্য অনেকগুলো কোম্পানি রয়েছে। আপনি আপনার ইচ্ছে মত যে কোন কোম্পানির কাছ থেকে ডোমেইন ক্রয় করতে পারেন। তবে আমি ব্যক্তিগতভাবে Namecheap ব্যবহার করে থাকি। আমি অবশ্যই Godaddy থেকেও অনেক ডোমেইন হোস্টিং ক্রয় করেছি। কিন্তু যেকোনো সমস্যা হলে Namecheap এর সাপোর্ট টিম খুব দ্রুত সহজে সাহায্য দিয়ে থাকে। আর যা হোক Namecheap ও Godaddy শুধু আমার কাছে না, একাধিক ওয়েব ডেভেলপারের কাছেই জনপ্রিয়।
আপনি যদি Namecheap পছন্দ করেন তাহলে অফারের জন্য নিচের লিঙ্কটি ভিজিট করে ডোমেইন ও হোস্টিং ক্রয় করুন।
অফার লিঙ্ক - এখানে ক্লিক করুন।
প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করুন। আমি সবচেয়ে কম খরচে ডোমেইন ও হোস্টিং ক্রয় করার লিঙ্ক ও প্রমো-কোড দিয়ে দিব।
আপনি উপরের লিঙ্কে ক্লিক করুন অথবা নিচের ছবির মত অনুসরণ করুন।
গুগলে যাওয়ার পর নিচের মত লিখে সার্চ করুন।
সার্চ করার পর নিচের ছবির মত দেখতে পাবেন, এখানে খালি বক্সের মধ্যে আপনার পছন্দের ডোমেইন নামটি লিখে সার্চ করুন। আমি " Technicalbd " লিখে সার্চ করলাম।
এবার নিচের ছবির মতো দেখবেন একাধিক ফলাফল দেখাচ্ছে।
উপরের ছবিতে দেখতে পাচ্ছেন। Technicalbd এর .COM ডোমেইন Available নেই। .COM না থাকার কারণে আমি .INFO ডোমেইনটি ক্রয় করেছি। এখন আপনাদের দেখানোর জন্য .NET ডোমেইনটি সিলেক্ট করলাম।
উপরের ছবিতে দেখতে পাচ্ছেন, ডোমেইন নাম সিলেক্ট করার পর আরো কিছু প্রোডাক্ট দেখাচ্ছে। আপনি যদি Blogger দিয়ে কাজ করেন তাহলে অন্য কিছুতে ক্লিক করার প্রয়োজন নেই। কারণ আমি আপনাদের ব্লগার নিয়ে কাজ করে বিস্তারিত দেখাবো।
এবার নিচের ছবির মতো কার্ড আইকনটিতে ক্লিক করুন। এটাতে ডোমেইন নাম সিলেক্ট করার পর ক্লিক করবেন।
এবার নিচের ছবির মতো দেখতে পাবেন -
একদম নিচে গিয়ে দেখবেন " Confirm Order " এর নিচে একটি খালি বক্স দেখতে পাচ্ছেন।
আপনি যদি Promo Code ব্যবহার করেন তাহলে সামান্য কিছু টাকা অফার পাবেন। মনে করলাম আপনি Promo Code ব্যবহার করেছেন বা আপনার করতে ইচ্ছে করছেনা।
এবার " Confirm Order " এর উপর ক্লিক করুন।
এরপর নিচের ছবির মত দেখতে পাবেন -
এখানে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগিং করতে বলবে। কিন্তু আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে আগে একটি নতুন একাউন্ট করে নিন। তারপর লগিং করতে পারবেন। নতুন একাউন্ট করতে আরেকটু নিচে দেখলে নিচের ছবির মত দেখতে পাবেন -
এখানে আপনার একটি ইউজার নেম দিন।
এরপর নিচের ছবির মত সবকিছু পূরণ করুণ।
সবকিছু পূরণ করার পর চেক বক্সে ঠিক চিহ্ন দিয়ে " Create account and continue " তে ক্লিক করুন।
এবার নিচের ছবির মতো দেখতে পাবেন -
নিচের ছবিতে দেখতে পাচ্ছেন আমার মাস্টার কার্ড এডড করা আছে।
এখানে আপনাকে আপনার পেমেন্ট পদ্ধতি সিলেক্ট করে কার্ড যুক্ত করতে হবে।
এটি আমি দেখাচ্ছি না।
কার্ড যুক্ত করার পর নিচের ছবির মত দেখতে পাবেন -
এখানে " Pay Now " তে ক্লিক করুন।
এর পর নিচের ছবির মত দেখতে পাবেন -
এখানে পেমেন্ট অটোমেটিক রিসিভ করে দিবে। যতক্ষণ পেমেন্ট রিসিভ হয়নি ততক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে।
আপনার সিক্রেট বা গোপনীয় তথ্য আপনার ব্যবহারিত মেইল ঠিকানায় ই-মেইল করে দেওয়া হবে।
এবার আপনার পছন্দের ডোমেইন নামটি ক্রয় করা শেষ।
আশাকরি, আজকের আর্টিকেলটি সহজে বুঝতে পেরেছেন। কোন প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সটি ব্যবহার করুন।
0 Comments
Thanks for your comment.