Facebook income |
Facebook থেকে income করার দারুন ৯ টি পদ্ধতি -
সব কিছুর ভালো এবং খারাপ দুটো দিক রয়েছে। তেমনি Facebook এরও কিছুর ভালো এবং খারাপ দুটো দিকই রয়েছে। Awareness অভাবে আমরা হয়তো খারাপ কাজেই বেশির ভাগ সময় Facebook কে ব্যবহার করছি, যা আমাদের জন্য কাম্য নয়। কিন্তু যারা online Professional , তারা Facebook কে বর্তমান যুগের সবচেয়ে বড় Blessing মনে করছে। তারা সকল income এর source কে Facebook এর সাথে লিঙ্ক করেছে।
বিশ্বের সব জায়গার এত মানুষ এখন Facebook এ রয়েছে, এত মানুষকে খুব সহজেই Facebook এর মাধ্যমে Touch করা যায়। তাই সবচেয়ে popular income এর মাধ্যম হলো Facebook । পৃথিবী এখন সত্যিকারের হাতের মুঠোয় চলে এসেছে Facebook এর কল্যাণে। Facebook এর কল্যাণে এখন Bangladesh এ বসে American একজনের সাথে বন্ধুত্ব হচ্ছে, America এর প্রতিটা মুহূর্তের Update জেনে যাচ্ছি। আর এখন তা শুধু friend তৈরি আর News পাওয়ার মাধ্যম নয়। এটি এখন income এর সেরা মাধ্যম।
আমরা সবাই Facebook ব্যবহারটা জানি। এখানে আর কিছু বিষয় জেনে নিলে Facebook থেকে মাসে ভালো একটা income করা সম্ভব। আগে জেনে নেই, Facebook ব্যবহার জেনেই কীভাবে income করতে পারবেন?
১) এফ-কমার্স:
Facebook page খুলেই Bangladesh এ ই-কমার্স business করা যায়। যেটা ইদানীং সবাই Facebook এ দেখছেন। যারা এভাবে কাজ করছেন, যারা এভাবে কাজ করছেন, তাদের মাসিক income হচ্ছে ১০,০০০ টাকা – ৩০,০০০ টাকা। কারও কারও ভালো investment থাকার কারণে আরও বেশি income হচ্ছে। সেটা ১ লাখ থেকে ২ লাখও হতে পারে। প্রোডাক্ট: শাড়ি, মেয়েদের ড্রেস, gift আইটেম ইত্যাদি।চ্যালেঞ্জ: ছোট invest, প্রোডাক্ট সিলেক্ট, প্রোডাক্ট ডেলিভারি, Marketing
২) টি-শার্ট অ্যাফিলিয়েশন:
বর্তমানে Bangladesh এ অনেক popular ইনকাম সোর্স হচ্ছে T shart অ্যাফিলিয়েশন। এ অ্যাফিলিয়েশনের জন্য শুধুমাত্র facebook কেই ব্যবহার করা হয়। এভাবে মাসে ১০,০০০ টাকা থেকে ১ লাখ টাকা income করা সম্ভব। প্রোডাক্ট: T Shart, মগ, হুডি ইত্যাদি
চ্যালেঞ্জ: নিশ সিলেক্ট, অডিয়েন্স Target , Marketing
৩) Hosting অ্যাফিলিয়েশন:
Hosting অ্যাফিলিয়েশনের জন্য শুধুমাত্র Facebook মার্কেটিং করে income করা যায়। Income কয়টা সেল করেছেন, সেই অনুযায়ী বাড়তে থাকে। income মাসে ৫০০০ টাকা – ৮০,০০০ টাকা হতে পারে। তবে Hosting অ্যাফিলিয়েশনকে Career হিসেবে নেয়া সম্ভব না। কারণ নিয়মিত income সম্ভব হবে না। প্রোডাক্ট: বিভিন্ন কোম্পানির Hosting
চ্যালেঞ্জ: Content ডেভেলপ, সম্ভাব্য Customer খুঁজে বের করা, marketing
৪) লোকাল ব্যবসা:
local যে কোন business প্রফিট বৃদ্ধির জন্য এখন Facebook মার্কেটিংকে সবাই ব্যবহার করছে। রেস্টুরেন্ট business , ফ্যাশন হাউস থেকে শুরু করে আরও অন্যান্য ব্যবসাতেও Facebook মার্কেটিং করেই income বৃদ্ধি করতে হয়। প্রোডাক্ট: সার্ভিস, ট্রেনিং, product ইত্যাদি
চ্যালেঞ্জ: invest, প্রোডাক্ট বাছাই, দক্ষ ব্যক্তি, marketing
৫) লোকাল চাকরি:
যে কোনো ব্যবসাতে যেহেতু Facebook মার্কেটিং এখন বড় একটি ফ্যাক্ট। সুতরাং, প্রতিটা প্রতিষ্ঠানে এ কাজটি করার জন্য Facebook মার্কেটিংয়ের Expert লোকজনের চাকরির সুযোগ তৈরি হয়েছে। Bangladesh এর বাজারে এখন পর্যন্ত ১২ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা বেতনে এ Sector এ চাকরিতে নিচ্ছে। প্রোডাক্ট: Service, ট্রেনিং, প্রোডাক্ট ইত্যাদি
চ্যালেঞ্জ: রিয়েল কাজের অভিজ্ঞতা, ব্যবসাতে Profit বৃদ্ধি করা
৬) সাইটে ট্রাফিক আর সেখান থেকে অ্যাডসেন্স:
একটা সাইটে যত বেশি traffic নিয়ে আসতে পারবেন, তত সাইটের অ্যাডভার্টাইজ থেকে income বৃদ্ধি পাবে। Income ৫ হাজার টাকা থেকে ১ লাখ হতে পারে। প্রোডাক্ট: একটা blog সাইটচ্যালেঞ্জ: নিশ সিলেকশন, website প্রস্তুত, কনটেন্ট ডেভেলপ, marketing
৭) নিজের দক্ষতাকে ব্রান্ডিং:
আপনি যদি নিজেকে skills মনে করেন, কিন্তু কোথাও তারপরও চাকরি হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে বলব, আপনি আপনার skills কে Facebook এর মাধ্যমে Promote চালান। তাহলে Facebook এর মাধ্যমেই অনেকে দক্ষতার ব্যাপারে জানতে পারলে আপনার কাজের অভাব হবে না। কাজ আপনাকে খুঁজে বের করবে। তখন কাজ করে শেষ করতে পারবেন না। প্রোডাক্ট: নিজের Skills.
চ্যালেঞ্জ: content ডেভেলপ, skills সম্পর্কিত গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকা, marketing
৮) ফাইভারের গিগ সেল বৃদ্ধি:
ফাইভারে গিগের যত বেশি Promotion চালাবেন, ততই গিগ sell বৃদ্ধি পাবে। কিন্তু Facebook প্রমোশন চালাতেও সঠিক knowledge থাকতে হবে। সঠিক knowledge ছাড়া গিগ প্রমোশন চালালে ফাইভারে income বাড়বে, উল্টো ফাইভার অ্যাকাউন্টটাই নষ্ট হয়ে যাবে। প্রোডাক্ট: ফাইভার গিগ
চ্যালেঞ্জ: অডিয়েন্স target করতে পারা, content ডেভেলপ করতে পারা, মার্কেটিং
৯) মার্কেটপ্লেসে কাজ:
Facebook যেহেতু মার্কেটিংয়ের অনেক বড় platform , সেহেতু মার্কেটপ্লেসে এখন প্রচুর jobs পাওয়া যাচ্ছে এ সম্পর্কিত। মাসে ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা income করতে পারেন। প্রোডাক্ট: বায়ার রিকোয়েরমেন্ট অনুযায়ী সার্ভিস চ্যালেঞ্জ: কাজের পূর্বঅভিজ্ঞতার প্রমাণ, বায়ার কনভেন্স করতে পারা এবং reporting.
লেখক: মো. ইকরাম, পরিচালক, নেক্সাস আইট